ডিএসইতে ২ ঘণ্টায় ২৩৪ কোটি টাকার লেনদেন

প্রকাশ: ২০১৬-০৪-০৪ ১৩:৫১:৪৮


dse.sunbdদেশের দুই স্টক এক্সচেঞ্জে সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ সোমবার  বেলা সাড়ে ১২টা পর্যন্ত ২ ঘণ্টায় ২৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ ঘণ্টায়  লেনদেনে অংশ নিয়েছে ২৯৭টি কোম্পানিও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দরবেড়েছে ১৭৬টি কোম্পানির। আর দর কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪১২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৩ পয়েন্টে।আর ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৬৮ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক  ৭৯ পয়েন্ট  বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫৫৪ পয়েন্টে।এই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ২০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

সানবিডি/ঢাকা/আহো