ক্ষমতায় থাকতে বুদ্ধিজীবীদের চেতনা ধ্বংস করেছে সরকার: ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-১৪ ১১:১৩:৫৯


বুদ্ধিজীবীদের স্বপ্ন, মুক্তিযুদ্ধের যে চেতনা, সরকার ক্ষমতায় টিকে থাকতে তার সবকিছুই ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধারা চেয়েছিল বাংলাদেশে গণতন্ত্র থাকবে, মানুষের ভোটের অধিকার থাকবে, বাকস্বাধীনতা থাকবে, অর্থনৈতিকভাবে ভারসাম্য থাকবে, মানুষ খেয়ে-পরে বেঁচে থাকতে পারবে। আজ সবকিছু ধ্বংস করেছে সরকার।

সরকার গত ১৪ বছরে এ দেশে সকল মূল্যবোধকে ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন ড. খন্দকার মোশাররফ হোসেন। বলেন, আজকের এ দিনে শপথ নিতে হবে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে পুনরুদ্ধারের। এ সরকারের দ্বারা তা কখনও সম্ভব নয়।

এম জি