শাহজালাল বিমানবন্দরে তেলবাহী গাড়ির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-১৪ ১২:২২:২১
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর গেটে একটি তেলবাহী লরিতে লাগা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাহজাহান সিকদার। তিনি জানান, সকাল সাড়ে ১১টায় বিমানবন্দরে তেলের ট্যাঙ্কারে লাগা আগুন নেভানো হয়েছে।
এর আগে সকাল ১০টা ১০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে একটি তেলবাহী লরিতে আগুন লাগে।
কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহাদাৎ হোসেন জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। কুর্মিটোলা থেকে ৩টি এবং উত্তরা ও হেডকোয়ার্টার থেকে একটি করে ইউনিট ঘটনাস্থলে গেছে।
এম জি