ট্রেন থেকে সাড়ে চার কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-১৪ ১৫:০৭:০৪
ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে সাড়ে চার কোটি টাকার স্বর্ণের বারসহ ৮ জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
বুধবার শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে ৬ কেজি ৫৪৭ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস। যা বাজার মূল্য চার কোটি পঞ্চাশ লাখ টাকা। এ সময় ৮ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ডিজি’র নির্দেশনা ও উপ-পরিচালক মো. শাকিল খন্দকার ও আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের টহলটিম চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৮ জন বাংলাদেশি যাত্রীর দেহ তল্লাশি করে ও রেক্টাম হতে ৫৫ স্বর্ণের বার উদ্ধার করা হয়। ৬ দশমিক ৫৪৭ কেজি স্বর্ণের আনুমানিক বাজার মূল্য চার কোটি পঞ্চাশ লাখ টাকা।
আটককৃত স্বর্ণের বার কাস্টম হাউসে জমা দেয়া হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
আই এইচ