মিম-শাকিব খানের ঢালিউড অ্যাওয়ার্ড লাভ

আপডেট: ২০১৬-০৪-০৪ ১৪:৪৯:১৯


ana-pic_108108শো টাইম মিউজিক অ্যান্ড প্লে’র আয়োজনে ১৫তম ঢালিউড অ্যাওয়ার্ডের জমজমাট আসরে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মীম এবং শ্রেষ্ঠ নায়কের অ্যাওয়ার্ড পেয়েছেন শাকিব খান।

ঢালিউডের এই বর্ণাঢ্য আয়োজন গত ৩ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। হল ভর্তি অডিটোরিয়ামে অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী বাধনের চমৎকার উপস্থানায় শ্রেষ্ঠ টিভি অভিনেতার অ্যাওয়ার্ড পেয়েছেন সজল, পপুলার অভিনেতার অ্যাওয়ার্ড পেয়েছেন সাজু খাদেম, শ্রেষ্ঠ টিভি অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছেন বাধন।

শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মীম, শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন শাকিব খান, পপুলার অভিনেতার অ্যাওয়ার্ড পেয়েছেন আনিসুর রহমান মিলন। চলচ্চিত্রে শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছেন পরিমনি। শ্রেষ্ঠ শিল্পীর (পুরুষ) অ্যাওয়ার্ড পেয়েছেন বাপ্পা মজুমদার, পাওয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন পার্থ বড়ুয়া।

বেস্ট সঙ্গীত শিল্পীর (মহিলা) অ্যাওয়ার্ড পেয়েছেন পড়শি। বেস্ট ব্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছে চিরকুট ব্যান্ড।

অন্যান্য ক্যাটাগরিতে আরো যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেন- সেরা ফোক সিঙ্গার শাহনাজ বেলি, নৃত্যে আরসিনা প্রিয়া, সেরা প্রবাসী শিল্পী হাফিজুর রহমান, প্রবাসী জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী প্রিয়া, নৃত্য শিল্পী ভাবনা।

শিল্পীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, রায়হান জামান, ডা. মাসুদুর রহমান, বিলাল চৌধুরী, জাকারিয়া চৌধুরী, নূরুল আজিম, ফিরোজুল ইসলাম পাটোয়ারি, অ্যাটর্নী প্যারি ডি সিলভা, নূরুল আমিন, ডা. এনামুল হক, নূরুল আমিন বাবু, শাহ নেওয়াজ, সালাম ভুইয়া, নাসরিন আহমেদ প্রমুখ।

ঢালিউডের ১৫তম আসরকে সফল এবং স্বার্থক করার জন্য আলমগীর খান আলম ঢাকা থেকে আগত সকল শিল্পী এবং প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান এবং আগামী ১৫ মে নিউইয়র্কে বাংলাদেশের লিজেন্ট দুই শিল্পী রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমীনের শো করার ঘোষণা দেন।

সানবিডি/ঢাকা/আহো