শিশুকে ধর্ষণের পর হত্যা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-১৫ ০৯:৪৮:৪৫
কুমিল্লায় বরুড়া উপজেলায় ভাউকসার ইউনিয়নের গজারিয়া পূর্ব কলনীপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের সন্দেহের প্রেক্ষিতে পুলিশ পূর্ব গজারিয়ার মৃত মনোহর আলীর ছেলে জসিমকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে জসিম ওই শিশুকে চিপস কিনে দিয়েছিল এবং তাকে ওই শিশুর সঙ্গে কথা বলতে দেখা গেছে।
এ ব্যাপারে নিহতের ফুফাত ভাই বলেন, আমার বোন তৃতীয় শ্রেণিতে পড়ত। পরীক্ষা শেষে পাশের গ্রাম পূর্ব গজারিয়ায় তার খালার বাড়িতে যায়। পরে বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পর পূর্ব গজারিয়া কলনীপাড়া বাশমোড়ার পাশে বোনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
জানতে চাইলে বরুড়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশের টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডি টিমও উপস্থিত হয়েছে। স্থানীয়রা সন্দেহের ভিত্তিতে জসিম নামের একজনকে আটক করেছে।
এম জি