বিহারে মদ পানে ৩১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১৫ ১৮:১২:০৩


বিষাক্ত মদ পানে ভারতের বিহার রাজ্যে অন্তত ৩১ জন মারা গেছে এবং আরও কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে। কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

মদ পানে এই মৃত্যুর ঘটনা রাজ্যটির পূর্বাঞ্চলীয় দুটি দরিদ্র গ্রামে ঘটেছে। দরিদ্র পরিবারগুলোর পুরুষরা মদের পেছনে তাদের উপার্জিত অর্থ খরচ করছে অভিযোগ তুলে নারী গোষ্ঠীগুলোর আন্দোলনের পর ২০১৬ সালে রাজ্যটিতে মদ বিক্রি ও পান নিষিদ্ধ করা হয়েছিল। ভারতের বেশ কয়েকটি রাজ্যে এই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এই সুযোগে কালোবাজারে স্বস্তা মদ বিক্রি চলছে দেদারছে। এ কারণে প্রায়ই মদ পানে মৃত্যুর খবর আসে বিভিন্ন রাজ্য থেকে।

মঙ্গলবার বিহারের রাজধানী পাটনার প্রায় ৬০ কিলোমিটার উত্তরে সারান জেলায় মদ্যপায়ী কয়েক জন বমি শুরু করে। পরে তাদের অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার পথেই কয়েক জনের মৃত্যু হয়। বুধবার ও বৃহস্পতিবার কয়েক জন চিকিৎসারত অবস্থায় মারা যায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো ৩১ জনের মৃত্যুর খবর জানিয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার জানিয়েছেন, চিকিৎসাধীন বেশ কয়েক জন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন।

এএ