ডিসকাউন্ট কমিটিতে যুক্ত হলো চামড়া খাত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-১৫ ১৮:৫২:৩৯


চামড়া ও চামড়াজাত পণ্য রফতানির বিপরীতে সঠিক মূল্য না আসায় সমস্যায় ছিলেন এ খাতের ব্যবসায়ীরা। এখন থেকে বিষয়টি ডিসকাউন্ট কমিটিতে আবেদন করার সুযোগ পাবেন এ খাতের উদ্যোক্তারা। এতদিন শুধু পোশাক রফতানির বিষয়ে ডিসকাউন্ট কমিটি সিদ্ধান্ত নিতে পারতো।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, চামড়াজাত দ্রব্য রফতানির বিপরীতে ডিসকাউন্ট দাবির আবেদন ডিসকাউন্ট কমিটি বিবেচনা করবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংককে বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মাধ্যমে আবেদনপত্র ডিসকাউন্ট কমিটিতে পেশ করতে হবে। ডিসকাউন্ট কমিটিতে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডিসকাউন্ট কমিটিতে চামড়াজাত দ্রব্য যুক্ত করায় এ খাতের ব্যবসায়ীরা বিষয়টি স্বাগত জানিয়েছেন। তাদের মতে, যৌক্তিক কারণে রফতানি মূল্য প্রত্যাবাসন করা সম্ভব না হলে রফতানিকারকরা এ সংক্রান্ত সমস্যা থেকে সহজে সমাধান পাবেন।

এএ