ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-১৬ ১৪:০৮:০৪
ঢাকার ধামরাইয়ে ঘন কুয়াশায় ইটভর্তি ঘাতক ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন গৌরাঙ্গ রাজবংশী (৩৪) মোটরসাইকেল আরোহী এক মাছ ব্যবসায়ীর।
শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কৃষ্ণপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৌরাঙ্গ রাজবংশী উপজেলার ভগবানপুর এলাকার টেন্টু রাজবংশীর ছেলে।
স্থানীয়রা জানায়, মাছ ব্যবসায়ী মাছ আনার জন্য মোটরসাইকেলযোগে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওয়ানা হন। ঘন কুয়াশার কারণে মহাসড়ক ঠিকমতো দেখা না যাওয়ায় ওই মাছ ব্যবসায়ীর মোটরসাইকেলের সঙ্গে ইটভর্তি একটি ট্রাকের সংঘর্ষ হয়।
এতে ওই মাছ ব্যবসায়ীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পথচারীরা তাকে উদ্ধার স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে স্বজনরা এসে ওই মাছ ব্যবসায়ীর মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।
এম জি