ফারদিনের মৃত্যুর বিষয়ে র‍্যাব ও ডিবির থেকে জেনে নিন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-১৬ ১৬:২৩:৪৮


আমার মনে হয়, আমাদের র‍্যাব, আমাদের ডিবি, বিষয়টি (ফারদিনের মৃত্যু) সুন্দর করে বিশ্লেষণ করে বলেছে। কাজেই আপনাদের (সাংবাদিক) কিছু জানার থাকলে সেখান থেকে জেনে নিন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস স্মরণে রাজধানীর রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এসময় বুয়েটছাত্র ফারদিনের মৃত্যু বিষয়ে বিভ্রান্তি না ছড়িয়ে তদন্তকারী সংস্থার ওপর আস্থা রাখতে বললেন আসাদুজ্জামান খান কামাল।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধারের ৩৭ দিন পর গত বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দাবি করে, ফারদিন ‘আত্মহত্যা’ করেছেন। একই দাবি করেছে র‍্যাব। তবে র‍্যাব ফারদিনের মৃত্যুকে স্বেচ্ছামৃত্যু বলে দাবি করেছে।

দুটি সংস্থাই বলেছে, গত ৪ নভেম্বর দিবাগত রাত ২টা ৩৪ মিনিটে ফারদিন ঢাকার ডেমরার সুলতানা কামাল সেতু থেকে স্বেচ্ছায় শীতলক্ষ্যা নদীতে লাফ দেন।

তবে র‍্যাব ও ডিবির এমন দাবি মানতে নারাজ ফারদিনের বাবা। গতকাল বৃহস্পতিবার ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানা বলেন, আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে হত্যার পর এখন আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে।

এম জি