বিএনপির গণমিছিলের নতুন তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১২-১৭ ১৪:১৬:২৯
বিএনপির গণমিছিল কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর এই গণমিছিল কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে এখন ৩০ ডিসেম্বর করা হয়েছে।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে এই গণমিছিল ৬ দিন পিছিয়েছে বিএনপি। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এর আগে গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের কর্মসূচি দিয়েছিল বিএনপি। একই দিন গণমিছিল কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী বাংলাদেশও।
এম জি