প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভর্তুকি মূল্যে বিদ্যুৎ-গ্যাস দেয়া আর সম্ভব নয়। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর খামাবাড়ীস্থ কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এতদিন আমাদের অর্থ ছিল আমার ভর্তুকি দিয়েছি। কিন্তু করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী যে মন্দা দেখা দিয়েছে তাতে আমরাও আক্রান্ত। সুতরাং এতদিন বিদ্যুৎ এবং গ্যাসে যে ভর্তুকি দেওয়া হয়েছে। সেই ভর্তুক্তির টাকা এখন আপনাদের দিতে হবে।
এ সময় তিনি বিএনপির উদ্দেশে বলেন, সরকার উৎখাত এত সহজ না। আমার এরশাদের পতন ঘটিয়েছি এবং ইয়াহিয়া খানকে উৎখাত করেছি। সুতরাং আওয়ামী লীগ পারে।
এম জি