দর পতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১৮ ১৫:৫৬:৩৭
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪৬ বারে ১৩ হাজার ৫৭৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে মুন্নু এগ্রোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ১৮৬ বারে ১ লাখ ২৪ হাজার ১৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬ হাজার ১৭ বারে ১৬ লাখ ৯১ হাজার ৩৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ কোটি ৯২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- কোহিনুর কেমিক্যালের ৪.৬৭ শতাংশ, সোনালী আঁশের ৪.৫৮ শতাংশ, নর্দার্ণ জুটের ৩.৩২ শতাংশ, বিডিকমের ৩.০৩ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৩.০১ শতাংশ, জেনেক্সের ২.৭০ শতাংশ ও বিডি থাই ফুডের শেয়ার দর ২.৬৫ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস