নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মশিউর রহমান নামে এক টমটম চালক নিহত হয়েছেন।
রোববার (১৮ ডিসেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলার নলপাথর কুশাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর রহমান কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার আব্দুস সামাদের ছেলে।
জানা যায়, মশিউর রহমান টমটম নিয়ে ভুলতার দিকে যাওয়ার সময় কুশাবো এলাকায় পৌঁছালে একটি ট্রাক টমটমটিকে ধাক্কা দেয়। এ সময় টমটম চালক মশিউর রহমান ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওমর ফারুক বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেছেন। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
আই এইচ