এমডি পদে সাতজনের সাক্ষাৎকার নেবে ডিএসই

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১২-১৯ ১৬:৩২:৪৮


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হতে ১৮ জন আবেদন করেছেন। নির্ধারিত সময়ে আবেদন করা প্রার্থীদের মধ্যে বাছাই করে ভারপ্রাপ্ত এমডিসহ সাতজনের জীবন বৃত্তান্ত ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটির কাছে পাঠানো হয়েছে।

বাছাই করা ব্যক্তিরা হলেন, মোহাম্মদ আবুল হাশেম, মরিয়াম জামিল, তোবারক হোসেন ভূঁইয়া, সাইফুর রহমান মজুমদার, সাখাওয়াত হোসেন, সাজ্জাদ হোসেন এবং মাহবুবুর রহমান। এ সাতজনের সাক্ষাৎকার নেবে ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, প্রতিষ্ঠানটির ৫ সদস্য বিশিষ্ট নমিনেশন ও রিমুনেরেশন কমিটি সাত ব্যক্তিকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে আগামীকাল সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায়। সবার সাক্ষাৎকার ডিএসইর নিকুঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

নমিনেশন ও রিমুনেরেশন কমিটির চেয়ারম্যান করা হয়েছে ডিএসইর স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মাসুদুর রহমানকে। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে তিন পরিচালক ও ডিএসইর ভারপ্রাপ্ত এমডিকে।

সদস্যরা হলেন, স্বতন্ত্র পরিচালক সালমা নাসরিন, বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং ভারপ্রাপ্ত এমডি সাইফুর রহমান মজুমদার।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইর ভারপ্রাপ্ত এমডি সাইফুর রহমান মজুমদার। তিনি বলেন, ডিএসইর এমডি নিয়োগের জন্য নমিনেশন ও রিমুনেরেশন কমিটি সাত ব্যক্তির পরিকল্পনা জানতে চেয়ে সাক্ষাৎকারের জন্য চিঠি দিয়েছে। সোমবার বিকেল ৩টায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এদিকে এমডি নিয়োগে ডিএসইর কিছুটা তৎপরতা দেখা গেলেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো অগ্রগতি নেই। প্রতিষ্ঠানটিতে ২০২১ সালে ১৯ সেপ্টেম্বরের পর থেকে এমডি নেই। তাই ভারপ্রাপ্ত এমডি দিয়ে চলছে কার্যক্রম।

এএ