মেসি-দি মারিয়ার গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১৮ ২২:০১:২৮
২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেননি আনহেল দি মারিয়া। চোটের কারণে সাইডলাইনে বসে দলের হার দেখতে হয়েছিল তাকে। ২০২২ সালের ফাইনালেও তাকে নিয়ে ছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত ফিরেছেন ফিট হয়ে। আর তার নৈপুণ্যেই জোড়া গোলে এগিয়ে আর্জেন্টিনা। একটি করেছেন, অপরটি করিয়েছেন।
রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলের ব্যবধানে ফ্রান্সের বিপক্ষে এগিয়ে আছে আর্জেন্টিনা।
ম্যাচের ২২তম মিনিটে লিওনেল মেসির পেনাল্টি গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি-বক্সের মধ্যে দি মারিয়াকে ফাউল করে বসেন উসমান দেম্বেলে। দেখে শুনে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন মেসি। এবারের আসরে এটা তার ষষ্ঠ গোল। সবমিলিয়ে বিশ্বকাপে ১২তম।
৩৬তম মিনিটে দ্বিতীয় গোল পায় আর্জেন্টিনা। আলভারেজের পাস ধরে মেসি বল ঠেলে দেন সামনে থাকা ম্যাক অ্যালিস্তারকে। চাইলে নিজেই শট নিতে পারতেন ব্রাইটন তারকা, কিন্তু তা না করে নিখুঁত এক পাস বাড়িয়ে দেন দি মারিয়াকে। বল জালে জড়াতে কোন ভুল করেননি জুভেন্তাস তারকা।
বিস্তারিত আসছে…
এএ