থাইল্যান্ডে নৌবাহিনীর জাহাজ ডুবি, নিখোঁজ ৩১
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১৯ ১৩:১৩:২৯
থাইল্যান্ড উপসাগরে একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। রোববার ঝরের মধ্যে পড়ে এটি ডুবে যায়। এতে ওই জাহাজের ১০০ জন নাবিক আটকা পড়েছে। পরে সোমবার (১৯ ডিসেম্বর) সকালে উদ্ধার কর্মীরা ৭১ জনকে উদ্ধার করে। খবর বিবিসি।
কর্তৃপক্ষ জানিয়েছে, নৌবাহিনীর জাহাজ এইচটিএমএএস সুখোতাই ডুবে যাওয়ার ঘটনায় ৩১ নাবিক নিখোঁজ রয়েছে।
নৌবাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে জানায়, জাহাজ ডুবির পর ১২ ঘণ্টা পার হয়েছে। কিন্তু আমরা এখন সার্বিক পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছি।
নৌবাহিনী জানিয়েছে, জাহাজ ডুবির পর জীবিতদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। যা এখন পর্যন্ত অব্যাহত আছে।
কী কারণে জাহাজটি এমন দুর্ঘটনার মুখে পড়েছে তা জানতে তদন্ত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
নৌবাহনীর মুখপাত্র অ্যাডমিরাল পোগক্রং মনথার্দপলিন বিবিসিকে বলেন, আমাদের বাহিনীর ইতিহাসে এ ধরনের ঘটনা এর আগে ঘটেনি। বিশেষ করে জাহাজের ক্ষেত্রে এ ধরনের কোনো ঘটনা আমাদের নেই।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঝরের কবলে পড়লে জাহাজটির মধ্যে পানি ডুবে যায়। এরপরই পাওয়ার রুমে শর্ট সার্কিট দেখা দেয়। এরপরই এটি ডুবে যায়।
এম জি