মাকে জড়িয়ে ধরে মেসির আবেগী বিশ্বকাপ উদযাপন

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-১২-১৯ ১৫:১৩:৩৭


বিশ্বকাপ জিতে মাঠে থাকা সবার সঙ্গে কুশল বিনিময়পর্ব সারছিলেন লিওনেল মেসি।এমন সময়ে হঠাৎ পেছন থেকে এসে তার গায়ে স্পর্শ করেন মা সেলিয়া মারিয়া কুকিটিনি।মাকে দেখে জড়িয়ে ধরে রাখেন অনেকটা সময়। তাদের আবেগঘন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।

লুসাইল স্টেডিয়ামে মেসির ফাইনাল খেলা দেখতে উপস্থিত ছিলেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো, সন্তান থিয়াগো ও মাতেও এবং তার মা সেলিয়া মারিয়া কুকিটিনি। বিশ্বকাপ জয়ের পর মাঠে নেমে আসেন তারা।

সতীর্থদের সঙ্গে উল্লাসে মাতার পাশাপাশি নিজের পরিবারের সঙ্গে বিশ্বকাপ জয়ের আনন্দ ভাগ করে নেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।

বিশ্বকাপ জয়ের পরই মেসির পরিবার মাঠে নেমে আসে। মাঠে নেমে আসেন মেসির খুব প্রিয় বন্ধু ও সাবেক সতীর্থ সার্জিও আগুয়েরো। ছেলে থিয়াগো এবং মাতেওকে কোলে নিয়ে আদর করতে দেখা যায় মেসিকে।

আই এইচ