পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সীমার মেয়াদ বাড়লো
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১২-২০ ২১:৩৯:৪৬
পুঁজিবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সীমার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। এ সময়ে নির্ধারিত সীমার মধ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ নামিয়ে আনার নির্দেশনা দিয়ে একটি সার্কুলারের সঙ্গে প্রজ্ঞাপনও জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার ও প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্দেশনাটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ধারা ২৬ক এর উপ-ধারা (১) এবং পুঁজিবাজারে ৩১ আগস্ট, ২০২২ ভিত্তিক যেসব ব্যাংকের সীমার অতিরিক্ত বিনিয়োগ (ব্যাংক কর্তৃক অন্যান্য কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে সামষ্টিক বা এককভাবে কোনো কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে) আছে সেগুলো ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনার জন্য সময় দেওয়া হয়েছে।
ব্যাংক কোম্পানির আইন, ১৯৯১ এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সময় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এএ