ধামরাইয়ে নয়টি স্বর্ণের বারসহ আটক ২

প্রকাশ: ২০১৬-০৪-০৫ ১৫:০৯:৪৭


index_108234ঢাকার ধামরাইয়ে ১ কেজি ৪৮গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-পটুয়াখালীর গলাচিপা থানার সুকুমার মণ্ডলের ছেলে বাদল মণ্ডল ও বরিশালের বাকেরগঞ্জ থানার বামনি গ্রামের নির্মল হাওলাদারের ছেলে দিপঙ্কর হাওলাদার।

ধামরাই থানার অপারেশন অফিসার আলমগীর হোসেন জানান, স্বর্ণ চোরাচালানের খবর পেয়ে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪৪৯৬৫) তল্লাশি চালিয়ে ১ কেজি ৪৮ গ্রাম স্বর্ণসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সানবিডি/ঢাকা/আহো