বিরক্ত সালমান খান

প্রকাশ: ২০১৬-০৪-০৫ ১৫:০৫:৪৩


salman khanবলিউডের তারকা অভিনেতা সালমান খানের পরবর্তী সিনেমা সুলতান। এ সিনেমায় কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন তিনি। কুস্তিগীররূপে সালমানকে দেখতে অধির আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা। স্বাভাবিকভাবে দর্শকের এ আগ্রহ বক্স অফিসে সিনেমাটির সফলতা বয়ে আনবে এমনটাই আশা করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

কিন্তু সিনেমায় সালমানের লুক একের পর এক ফাঁস হয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। এরপর সেগুলো ছড়িয়ে পরছে ইন্টারনেটে। কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে সালমানেরসুলতান সিনেমার শুটিংয়ের সময়ের দুটি দৃশ্য। শুটিং সেটের দৃশ্য বারবার ফাঁস হয়ে যাওয়ায় সিনেমার শুটিং ক্রুদের প্রতি ভীষণ বিরক্ত সালমান খান।

এমনটা যেন আর না হয় সে বিষয়ে পদক্ষেপ নিতে নির্মাতাদের সঙ্গে কথা বলেছেন সালমান। নির্মাতারাও নাকি এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। শুটিং সেটের ছবি কেউ যেন তুলতে না পারেন সেজন্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে জানা গেছে।

সুলতান সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করছেন অনুশকা শর্মা। সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।