লক্ষ্মীপুরে দেয়াল চাপায় চা শ্রমিকের মৃত্যু
আপডেট: ২০১৬-০৪-০৫ ১৫:২৮:৩৬
টানা বর্ষণ ও ঝড়ো বাতাসে মাটির দেয়ালচাপায় লক্ষ্মীপুরের কমলগঞ্জে অজিত নায়েক (৪৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী অঞ্জু নায়েক (২৯)।
মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহত অঞ্জু নায়েককে স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলেমান মিয়া ও স্থানীয় ইউপি সদস্য রাজেশ নুনিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিহত অজিত নায়েকের পরিবারকে মৌলভীবাজারের জেলা প্রশাসকের তহবিল থেকে নগদ ২৫ হাজার টাকা দেয়া হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো