বরিশালে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-১৯ ২১:২৮:০৯


বরিশাল বিভাগে এবার আমনের এবার বাম্পার ফলন হয়েছে। ফলনের পাশাপাশি বাজারে ধানের ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। তবে চাল ও ধানের বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি সিন্ডিকেট মুক্ত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।

বিস্তীর্ণ মাঠজুড়ে শোভা পাচ্ছে সোনালি ধান। আর কাক ডাকা ভোর থেকে পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

এদিকে বাজারে আমন চালের আগমনে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। তবে চাল ও ধানের বাজার স্থিতিশীল রাখতে সিন্ডিকেট মুক্ত করার দাবি কৃষকদের।

বরিশাল সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, প্রতিকূলতা পেরিয়ে বরিশাল অঞ্চলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার আমন ধানের উৎপাদন হয়েছে।

বরিশাল বিভাগে ৬ লাখ ৬৭ হাজার মেট্রিক টন আমন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের।

এএ