বান্দরবনে বন্দুকসহ আটক ১

প্রকাশ: ২০১৬-০৪-০৫ ১৫:৩৯:৫৯


bandorban_108237বান্দরবানের লামা উপজেলায় একটি বন্দুকসহ হ্লাচিং অং মুরুং (৪১) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের পাহাড়ী তাউপাড়া থেকে হ্লাচিং অং মুরুং কে আটক করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদ শেষে মঙ্গলবার সকালে অস্ত্রসহ তাকে লামা থানায় সোপর্দ করা হয়েছে।

লামা পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল হোসেন জানান, আটক মুরুংয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো