তেলের দরপতনে দুর্বল এশিয়ার পুঁজিবাজার

প্রকাশ: ২০১৬-০৪-০৫ ১৫:৫৫:২৬


wall-street-230x155আন্তর্জাতিক বাজারে আবারও উল্টো দিকে মোড় নিচ্ছে তেলের বাজার। এতে করে জ্বালানি খাতের শেয়ারে বিনিয়োগে অনাস্থা বাড়ছে। ফলে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে।

বিবিসি এক খবরে জানিয়েছে, তেলের অব্যাহত দরপতনে আজ মঙ্গলবার এশিয়ার প্রধান প্রধান পুঁজিবাজার কাবু হয়ে পড়েছে।জাপানের বেঞ্চমার্কে এদিন নিক্কেই সূচক ২.৪ শতাংশীয় পয়েন্ট কমে ১৫ হাজার ৭৩২.৮২ পয়েন্টে লেনদেন শেষ হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় কোচপি সূচক ০.৮ শতাংশ কমে ১ হাজার ৯৬২.৭৪ পয়েন্টে অবস্থান করছে; যা গত একমাসের মধ্য সর্বনিম্ন পর্যায়ে।

প্রসঙ্গত, নিউইয়র্কে ইউএস ক্রুড শ্রেণির জ্বালানি তেলের দাম ৩ শতাংশ কমে যাওয়ার পর সোমবার মার্কিন পুঁজিবাজার ধাক্কা খায়। তেলের উৎপাদন কমানোর জন্য আগামী ১৭ এপ্রিল দোহায় বৈঠক করতে যাচ্ছে এর উত্তোলক দেশগুলো। এ খবর প্রকাশের পর অবশ্য গত দুই কার্যদিবস বাজারে একটু আশা সঞ্চার হয়।

অস্ট্রেলিয়ার বেঞ্চমার্কে আজ মঙ্গলবার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক ৭০.৯২ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৪ পয়েন্টে লেনদেন শেষ করে। জ্বালানি খাতের কোম্পানি সান্তোষ ও উডসাইড পেট্রোলিয়ামের শেয়ারদর এদিন ৩ শতাংশের বেশি পতনে যায়। তেলের অব্যাহত দরপতনে চাপে পড়ে এ খাত।

এদিকে, প্রতিবেশি দেশ ভারত সুদের হার কমালেও আজ ঘুরে দাঁড়াতে পারেনি দেশটির বাজার। বোম্বে স্টক এক্সচেঞ্চে এদিন সেনসেক্স সূচক ৪০০ পয়েন্টের বেশি কমে সর্বশেষ অবস্থান করে ২৫ হাজারের কাছাকাছি।

হংকংয়ের বাজারে হ্যাংসং সূচক পড়েছে ১.৬ শতাংশ। তবে সাংহাইয়ের বাজারে সূচক বেড়েছে। এদিন সাংহাইয়ের কম্পোজিট সূচক ১.৫ শতাংশীয় বেড়ে ৩ হাজার ৫৩ পয়েন্টে লেনদেন শেষ হয়।

সানবিডি/ঢাকা/আহো