বিশ্বাসঘাতক ও গুপ্তচর নির্মূলের নির্দেশ পুতিনের
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২০ ১৫:১৪:২৮
নিরাপত্তা বাহিনীকে দেশ থেকে বিশ্বাসঘাতক ও গুপ্তচরদের খুঁজে বের করে নির্মূল করার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।
সোমবার(১৯ ডিসেম্বর) রাশিয়ার নিরাপত্তা বাহিনী দিবস উপলক্ষে এ নির্দেশ দেন তিনি
পুতিন বলেন, বিদেশী বিশেষ পরিষেবাগুলির কাজগুলিকে কঠোরভাবে দমন করা, বিশ্বাসঘাতক, গুপ্তচর এবং নাশকতাকারীদের দ্রুত চিহ্নিত করা প্রয়োজন। একই সাথে সীমান্তও শক্তিশালী করতে হবে।
পুতিন আরও বলেন, সীমান্ত নির্ভরযোগ্যভাবে নিরাপদ করা আবশ্যক। মোবাইল অ্যাকশন ইউনিট এবং বিশেষ বাহিনী সহ আমাদের হাতে যে বাহিনী এবং উপায় রয়েছে তা ব্যবহার করে শত্রুকে প্রতিরোধ করতে হবে।রাশিয়ায় যুক্ত হওয়া ইউক্রেনীয় অঞ্চলগুলোতে বসবাসকারীদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সবকিছু করা আপনাদের কর্তব্য। এছাড়াও নিরাপত্তা বাহিনীকে আরও আধুনিক সরঞ্জাম এবং অস্ত্র দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন।
এছাড়া, দুই নেতার আলোচনায় ছিল, বেলারুশ সেনাদের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আধুনিক বিমান পরিচালনার প্রশিক্ষণ দেয়ার বিষয়টিও।
আই এইচ