বিএনপির ২৭ দফা রূপরেখা হাস্যকর: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২০ ১৬:০৫:০৬
যারা সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা কিভাবে মানবাধিকারের কথা বলে? প্রশ্ন রেখে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, বিএনপি ঘোষিত ২৭ দফা রূপরেখা হাস্যকর।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়। এমনকি আদালতের জজসাহেবও শান্তিতে থাকতে পারেননি।
যারা অমানবিক কার্যক্রম চালিয়েছে- তারা এখন মানবিকতারের কথা বলে জানিয়ে তিনি বলেন, তাদেরকে আগে সামাল দেয়া দরকার। এই মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যারা যুক্ত ছিলো, তারা নাকি এখন সব ঠিক করে দেবেন। এটি হাস্যকর।
বিদেশি রাষ্ট্রদূতের ওপর হামলা হয় এবং ৬৩ জেলায় বোমাবাজি হয় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা একটি র্যালি করেন নিজের অফিসের সামনে। র্যালিতে গ্রেনেড হামলা হয়, ২৪ জন মারা যায় এবং অনেকে জীবনের জন্য পঙ্গু হয়ে যায়।
এম জি