ইউক্রেনে রাশিয়াবিরোধী নতুন উদ্যোগ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২০ ১৮:০৮:৪১
রাশিয়ার বিন্দুমাত্র চিহ্নও ইউক্রেনে রাখতে চায় না প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাই নতুন উদ্যোগ নিয়েছে দেশটি। ইউক্রেনে গড়ে ওঠা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়ার সব ভাস্কর্য গুড়িয়ে দিচ্ছে ইউক্রেন সরকার।
নব্বইয়ের দশকের আগে তৎকালীন সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভূক্ত ছিল ইউক্রেন। সে সময়ে কমিউনিস্ট অনেক মূর্তি, স্থাপনা এবং ভাস্কর্য গড়ে উঠেছে ইউক্রেনের ভূখণ্ডে। এবার এসব গুড়িয়ে দিতে আধাজল খেয়ে লেগেছে ইউক্রেন সরকার। ইতিমধ্যে অনেক ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো জানিয়েছে, আগামী এক মাসের মধ্যে রাশিয়ার আরো ৩০ টি সড়কের সব ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হবে। এসব জায়গায় স্থাপন করা হবে ইউক্রেনের কবি, শিল্পী, সাহিত্যিক এবং সেনাদের ভাস্কর্য। ইউক্রেনীয় এসব ব্যক্তিদের সম্মানে তাদের ভাস্কর্য বানানো হবে।
আই এইচ