ওয়েল ও লুব্রিকেন্টস আমদানি এলসির নগদ মার্জিনের শর্ত শিথিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২২ ১৮:৩৮:৫১


বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চলমান ও বাজারে লুব্রিকেন্টস সরবরাহ স্বাভাবিক রাখতে ইঞ্জিন ওয়েল, লুব্রিকেন্টস আমদানি এলসির নগদ মার্জিনের শর্ত শিথিল ক‌রে‌ছে‌ কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্প‌তিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি’ বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়, পণ্য আমদানির জন্য ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ১০০ শতাংশ ও ৭৫ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে নির্দেশনা দেওয়া আছে।

ত‌বে নতুন নির্দেশনায় কিছুটা শিথিল ক‌রে বলা হ‌য়ে‌ছে, শিল্প কারখানা পরিচালনা ও শিল্প-কার্যক্রম সচল রাখাসহ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চলমান ও বাজারে লুব্রিকেন্টসের সরবরাহ স্বাভাবিক রাখতে ইঞ্জিন ওয়েল, লুব্রিকেন্টস ও এর উৎপাদন এবং প্রস্তুত সংশ্লিষ্ট পণ্যের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন সংরক্ষণের হার নির্ধারণ করা যাবে। এল‌সি সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হ‌য়ে‌ছে যা অবিলম্বে কার্যকর হবে।

এএ