রাশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২৪ ১০:৩৮:৪৯


রাশিয়ায় একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার (২৩ ডিসেম্বর) দেশটির পশ্চিম সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো শহরে এ অগ্নিকাণ্ড ঘটে। শনিবার দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুটনিক।

ইমারজেন্সি সার্ভিস বলেছে, সবশেষ তথ্য অনুসারে, এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানি হয়েছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দোতলা কাঠের বাড়িটির আগুন নিয়ন্ত্রণে আসে।

ইমারজেন্সি সার্ভিস এর আগে বলেছিল, অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে এবং বৃদ্ধাশ্রমটি অবৈধ ছিল। সেখানকার সুরক্ষা ব্যবস্থায় অবহেলার অভিযোগে এরই মধ্যে একটি মামলা দায়ের হয়েছে।

রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের স্থানে উদ্ধারকারীরা তীব্র শীতের মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন।

আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের ঘটনায় আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

কেমেরোভোর গভর্নর সের্গেই সিভিলেভ বলেছেন, আগুনের ঘটনার পর অঞ্চলটির সব নার্সিং হোম পরীক্ষা করা হবে। টেলিগ্রামে তিনি বলেন, আমরা এ ধরনের সব প্রতিষ্ঠান পরিদর্শন করবো, বিশেষভাবে বেসরকারিগুলো। এক সপ্তাহের মধ্যে পরিদর্শন শেষ হবে।

এনজে