ফ্ল্যাট বুকিং দিলেই ওমরাহ ফ্রি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২৪ ১৫:০০:১৩


নানা ছাড় আর উপহারে চলছে এবারের আবাসন মেলা। সেবা হোল্ডিংস লিমিটেড নামে একটি কোম্পানি দিচ্ছে ওমরাহের সুযোগ। ফ্ল্যাট বুকিং দিলেই মিলছে এই উপহার।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) গেলে দেখা যায়, ওমরাহের অফারটি নিয়ে এসেছে সেবা হোল্ডিংস লিমিটেড নামে একটি কোম্পানি। আবাসন খাতের এ কোম্পানি থেকে যে কোনো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বুকিংয়ের সঙ্গে সঙ্গে মিলছে ওমরাহ করার সুযোগ। সঙ্গে আছে ১০ শতাংশ পর্যন্ত ছাড়।

সেবা হোল্ডিংস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. শাহরিয়ার আজাদ বলেন, আমাদের বিভিন্ন পয়েন্টে প্রকল্প চলমান রয়েছে। আমাদের যে কোনো প্রকল্পে কোনো ক্রেতা বুকিং দিলেই পাচ্ছেন ১০ শতাংশ পর্যন্ত ছাড়। সঙ্গে ওমরাহ করতে পারবেন ফ্রি। আমরা শুধুমাত্র মেলা ও বিজয়ের মাস উপলক্ষেই এ সুযোগটি রেখেছি। তাই ক্রেতারা মেলা চলাকালীন এ সুযোগটি নিতে পারবেন। অথবা বিজয়ের মাসে আমাদের প্রধান অফিস থেকেও এ সুযোগ নেওয়া যাবে।

ব্যতিক্রমী এই উপহারের কারণে আবাসন কোম্পানিটির স্টলে ক্রেতাদের ভিড় দেখা গেছে। শাহাবুদ্দিন নামে এক দর্শনার্থী এসেছেন তাদের স্টলে। তিনি বলেন, এবারের মেলায় আজ নিয়ে দুদিন ঘুরছি এখনও বুকিং দেইনি। তবে এ কোম্পানিটির অফার ভালো লেগেছে। তাদের প্রকল্প দেখছি পছন্দ হলেই বুকিং দেবো।

বিক্রেতারা বলছেন, আরও একদিন বাকি আছে মেলার। এরই মধ্যে জমে উঠেছে মেলা। সাধ্যের মধ্যে ভালো মানের ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হওয়ায় ক্রেতারা লুফে নিচ্ছেন।

বিক্রেতারা আরও বলছেন, বছরের এ সময়টি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট ক্রেতার উপযুক্ত সময়। এখানে যাচাই-বাছাই করে নানা প্রকল্প দেখে বুকিং দেওয়া যায়। পছন্দ না হলে অন্য কোনো প্রকল্প দেখে নেওয়া যায়।

২১ ডিসেম্বর শুরু হওয়া আবাসন মেলা শেষ হবে ২৫ ডিসেম্বর। রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকায় ২৫ ডিসেম্বর রাত ৯টার পরিবর্তে দুপর ২টায় শেষ হবে মেলা। এবারের মেলায় মোট ১৮১টি স্টল রয়েছে।

মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি, অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় পাঁচ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুঃস্থদের সাহায্যে ব্যয় করা হবে।

আই এইচ