সিলেটে ৩০০ কোটি টাকা ব্যয়ে হোটেল নির্মাণে আগ্রহী ভারতের ‘ইউর গ্রুপ’
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২৪ ১৯:০৩:২৯
ভারতের ইউর গ্রুপ অব কম্পানিজ সিলেটে ৩০০ কোটি টাকা ব্যয়ে নবাব প্যালেস নামে একটি অভিজাত হোটেল নির্মাণ করতে আগ্রহ প্রকাশ করেছে। শুক্রবার রাতে (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানী এলাকার হোটেল শেরাটন ঢাকার এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন ইউর গ্রুপ অব কম্পানির চেয়ারম্যান ভারতীয় নাগরিক ফাইয়াজ আবু বকর নবাব।
বাংলাদেশে ব্যবসা সাফল্যর ৫ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা ও মিলনমেলার আয়োজন করে ইউর গ্রুপ অব কম্পানি। কম্পানির চেয়ারম্যান বাংলাদেশে তাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্যের চিত্র এবং একই সাথে তাদের ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরেন।
এ সময়ে কম্পানির চেয়ারম্যান ফাইয়াজ আবু বকর নবাব বলেন, ইতিমধ্যেই কক্সবাজারে তাদের প্রতিষ্ঠানের নির্মিত ফ্লাই ডাইনিং প্রকল্পটি দেশে আলোড়ন তুলেছে। আগামীতে তিনি ৩০০ কোটি টাকা ব্যয় করে সিলেটে নবাব প্যালেস নামে একটি অভিজাত হোটেল নির্মাণ করতে চান। তিনি বাংলাদেশকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য পরিবেশবান্ধব হিসেবেও উল্লেখ করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন ইউর গ্রুপ অব কম্পানির ব্যবস্থাপনা পরিচালক দিবিয়া পাঠক, কম্পানির সমন্বয়কারী মোহাম্মাদ আমানউল্লাহ ও প্রধান সেলস ম্যানেজার সানোয়ার শোযেব ও সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান। ইউর গ্রুপ অব কম্পানির ৫ বছর পূর্তিতে কেক কাটা ও সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে কম্পানির বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এএ