দেশে গণতন্ত্র না থাকায় সরকারের দায়বদ্ধতা নেই: মোশাররফ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২৫ ১৫:১৬:৪৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আবারও জোর করে ক্ষমতায় টিকে থাকতে গুম-খুনের পথ বেছে নিয়েছে সরকার।
তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করে জনগণকে রক্ষা করতেই প্রণীত হয়েছে বিএনপির ১০ দফা। দেশে গণতন্ত্র নেই, তাই মানুষের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। তিনি বলেন সরকারী লোকজনের লুটপাটের কারণে ব্যাংকে টাকাও নেই।
রোববার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বরেণ্য সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের স্মরণ সভায় তিনি এই অভিযোগ করেন।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাও ধ্বংস করেছে আওয়ামী লীগ; এমন অভিযোগ করে ড. মোশাররফ বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। কিন্তু আজ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে।
এম জি