৫ শতাংশ বাড়বে ভারতের কয়লা আমদানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২৬ ০৯:৪১:৫৫


ভারত সরকার ২০২৩ সালে দেশটিতে ২২ কোটি টন কয়লা আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সে হিসাবে আমদানি বাড়বে ৫ শতাংশ। বিদ্যুৎ উৎপাদনে ঊর্ধ্বমুখী চাহিদার কারণেই মূলত আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে দেশটি। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

এ বিষয়ে দেশটির সরকারসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আগামী বছর ভারতে মোট আমদানি হতে পারে ২১ কোটি ৯০ লাখ টন কয়লা। এর মধ্যে ছয় কোটি টন ধাতব ও ১৫ কোটি ৯০ লাখ টন তাপীয়। আগামী বছরের জন্য কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯১ কোটি ১০ লাখ টন।

সরকারি তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বরে পর্যন্ত ভারতে কয়লা আমদানি দাঁড়িয়েছে ১৭ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টনে। আমদানীকৃত প্রতি টন কয়লার মূল্য ছিল ১৯ হাজার ৩২৪ দশমিক ৭৯ রুপি। আগামী বছর ভারতে কয়লার ক্রমবর্ধমান চাহিদা দাঁড়াবে ১০৮ কোটি ৭০ লাখ টনে।

এনজে