আবার যমুনা ব্যাংকের পর্ষদ সভার তারিখ পরিবর্তন
প্রকাশ: ২০১৬-০৪-০৭ ১১:৫৭:০০
আবারও যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ ৭ এপ্রিলের পরিবর্তে আগামী ১৩ এপ্রিল ব্যাংকটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ওইদিন বিকেল সাড়ে ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
এর আগে যমুনা ব্যাংক গত ৩০ মার্চ বৈঠকের তারিখ নির্ধারণ করেছিল। পরে আবার ৭ এপ্রিল নতুন বৈঠকের ঘোষণা করেছে ব্যাংকটি।
কোম্পানির ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভাটি করবে।