প্রথম ঘণ্টায় ডিএসইতে ১০৩ কোটি টাকা লেনদেন

প্রকাশ: ২০১৬-০৪-০৭ ১৩:২৪:৪১


dseসপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের উত্থানে লেনদেন চলছে। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় লেনদেনে অংশ নিয়েছে ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬১টি কোম্পানির। আর দর কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৩৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫ পয়েন্টে।আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮১পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক  ৮১ পয়েন্ট  বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬৬১ পয়েন্টে।এই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

সানবিডি/ঢাকা/আহো