করোনায় সংক্রমণ-মৃত্যুর তথ্য প্রকাশ করবে না যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২৭ ০৯:৫৭:৪৫


যুক্তরাজ্যে করোনাভাইরাসে সংক্রমণ-মৃত্যুর তথ্য আর প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ২০২৩ সালের ৬ জানুয়ারির পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। যুক্তরাজ্যের জনগণ করোনাভাইরাসের সঙ্গে সহাবস্থানে অভ্যস্থ হয়ে উঠেছে তাই এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি।

ব্রিটেনের সরকারি স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা-ইউএনএইচএ চেয়ারপারসন ডা. নিক ওয়াটকিনস এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, মহামারির দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময়ে যুক্তরাজ্যের জনগণ করোনাভাইরাসের সঙ্গে সহাবস্থানে অভ্যস্ত হয়ে উঠেছে। দেশটির প্রায় ৯০ শতাংশ মানুষ ইতোমধ্যে করোনা টিকার দুই ডোজ নিয়েছেন এবং মহামারি শুরুর সময়ের চেয়ে বর্তমানে করোনার চিকিৎসাপদ্ধতিও অনেক উন্নত।

তিনি বলেন, করোনা এখন অনেকটাই ঋতুপরিবর্তন জনিত কারণে সর্দিকাশির মতো একটি রোগে পরিণত হয়েছে ব্রিটেনে। এ কারণে আমরা মনে করছি, সংক্রমণ-মৃত্যুর তথ্য প্রকাশের আর কোনো প্রয়োজন নেই।

তবে সংক্রমণ-মৃত্যুর তথ্য প্রকাশ বন্ধ করলেও দেশের সংক্রমণ পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখা হবে। ব্রিটেনের বিভিন্ন সংবাদমাধ্যমকে ডা. ওয়াটকিনস বলেন, ‘এই ভাইরাসটির কোনো উদ্বেগজনক ধরনের আবির্ভাব ঘটল কিনা— সেই খোঁজখবর রাখার জন্যই (করোনায় সংক্রমণ-মৃত্যুর) তথ্য সংগ্রহের কাজটি চালিয়ে যাবো আমরা।’

সূত্র: রয়টার্স