যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় ফল ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২৭ ১৪:৩৯:০৪
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় জয়নাল আবেদীন (৪৭) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সালমান রহমান এ তথ্য জানান।
মৃত জয়নাল পটুয়াখালীর দুমকি উপজেলার চরবয়রা গ্রামে সোনামুদ্দিন খাঁর ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা বউবাজার এলাকায় পরিবার সঙ্গে থাকতেন। পাঁচ মেয়ের জনক ছিলেন তিনি।
নিহতের জামাতা আব্দুর রহমান জানান, তার শ্বশুর জয়নাল আবেদীন ভ্যানে করে যাত্রাবাড়ী ধোলাইপার এলাকায় ফল বিক্রি করতেন। রাতে ফল বিক্রি করে ভ্যান চালিয়ে বাসায় ফিরছিলেন। সে সময় যাত্রাবাড়ী থানার পেছনে ডেমরা রোডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
এসআই সালমান রহমান বলেন, দ্রুতগতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মারা যান জয়নাল আবেদীন। খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আই এইচ