গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ শুরু

প্রকাশ: ২০১৬-০৪-০৭ ১৪:১৩:৪৭


green-delta11-600x349পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ আজ ৭ এপ্রিল বৃহস্পতিবার থেকে বিতরণ শুরু হয়েছে। চলবে ১১ এপ্রিল সোমবার পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ছুটির দিন ছাড়া প্রতিদিন অফিস চলাকালীন সময়ে লভ্যাংশ সংগ্রহ করা যাবে। কোম্পানির রেজিস্ট্রেড অফিস গ্রীনডেল্টা এইমস টা্ওয়ার (৬ষ্ঠ ফ্লোর), ৫১-৫২ মহাখালী সি/এ, ঢাকা থেকে লভ্যাংশ সংগ্রহ করা যাবে।

আর যারা লভ্যাংশ সংগ্রহ করতে ব্যর্থ হবে তাদের নিজ ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সানবিডি/ঢাকা/আহো