গণপিটুনি দিয়ে ২ ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ
প্রকাশ: ২০১৬-০৪-০৭ ১৬:১৪:৫৮
নগরীর কোতোয়ালী থানার কাজির দেউড়ি রেডিসন ব্লু’র সামনে থেকে দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আটক দুই ছিনতাকারী হলো- সিএনজি চালক মো.ফারুক(২৫) ও তার সহযোগী মো.শুক্কুর(৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রেডিসন ব্লু’র পূর্ব পাশ থেকে মনছুরাবাদ যাওয়ার জন্য একটি সিএনজি টেক্সি ভাড়া করে দুই তরুণী। সিএনজি চালক ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে দিয়ে ঘুরে ফের কাজির দেউড়ির দিকে আ্সতে থাকে। এসময় দুই তরুণী উল্টো পথে যাওয়ার কারণ জানতে চাইলে দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে থাকে চালক।
চালক ও তার সহযোগীর আচরণ সন্দেহজনক মনে হলে গাড়ির ভেতর থেকে চিৎকার শুরু করেন তারা। পরে রেডিসন ব্লু’র সামনে এলে একজন তরুণী লাফ দিয়ে পড়ে যান। এসময় ওই তরুণী উপস্থিত লোকজনদের সিএনজি টেক্সিটি আটক করার অনুরোধ জানালে গাড়িটি আটক করে দুই ছিনতাইকারীকে গণপিটুনি দেয় জনতা। পরে কোতোয়ালী থানায় খবর দিলে পুলিশ গাড়িটিসহ ছিনতাইকারীদের আটক করে থানায় নিয়ে যায়।
কোতোয়ালী থানার এএসআই জসিম উদ্দিন বলেন, দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি টেক্সিসহ তাদের আটক করা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো