রূপায়ণ সিটি ও আইডিএলসি ফাইন্যান্সের মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১২-২৮ ১৬:১৮:৫৫


দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি ও আইডিএলসি ফাইন্যান্সের মধ্যে একটি যৌথ চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এই দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়। এর মাধ্যমে রূপায়ণ সিটির গ্রাহকরা প্রিমিয়াম কন্ডো এবং স্কাই ভিলা ক্রয়ে সহজ শর্ত এবং দ্রুত সময়ের মধ্যে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও প্রসেসিং ফির মাধ্যমে গৃহঋণ সুবিধা পাবেন।

রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম জি