অবশেষে রাসেল ডমিঙ্গোর পদত্যাগ

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-১২-২৮ ১২:০২:২৮


বাংলাদেশের ক্রিকেট দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো। বড়দিনের ছুটিতে দক্ষিণ আফ্রিকার পৌঁছে প্রোটিয়া এই কোচ নিজের সিদ্ধান্তের কথা জানান। গতকাল মঙ্গলবার রাতে বিসিবি বরাবর পদত্যাগপত্র পাঠান ডমিঙ্গো।

বুধবার (২৮ ডিসেম্বর) ডমিঙ্গোর বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

সদ্য ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে হারের পর থেকেই গুঞ্জন ছিল ডমিঙ্গোর চাকরি নিয়ে। জালাল ইউনুস সেদিনই জানিয়েছিলেন, পরিবর্তন আসতে যাচ্ছে কোচিং প্যানেলে। তবে খোলাসা করে সেদিন কিছু জানা যায়নি।

এম জি