ভারতে রোড শোতে পদদলিত হয়ে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২৯ ১০:২৩:৫৬
ভারতের অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলায় সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর একটি রোড শো চলাকালে পদদলিত হয়ে এক নারীসহ ৮ জন নিহত হয়েছেন৷
নাইডু বর্তমানে রাজ্যটির বিধানসভার বিরোধী দলীয় নেতা। রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে কান্দুকুর শহরে একটি সভায় তার ভাষণ দেওয়ার কথা ছিল।
সন্ধ্যায় নাইডুর বহর এলাকায় পৌঁছালে ভিড় শুরু হয়। বিশাল জনতা, যা জড়ো হয়েছিল, নেতার এক ঝলক দেখার জন্য এগিয়ে গেল। নেতাকে এক পলক দেখার জন্য সেখানে জড়ো হওয়া বিপুল সংখ্যক মানুষ সামনের দিকে এগিয়ে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভিড়ের কারণে মানুষ পাশের একটি রেলিং ভেঙে খোলা ড্রেনে পড়ে যায়। এতে আটজন মারা যায়। আহত কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
নাইডু তাৎক্ষণিকভাবে সভাটি বাতিল এবং নিহতদের পরিবারের জন্য ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
সূত্র: এনডিটিভি