জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের মেয়াদ বাড়ল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২৯ ১৫:১৫:০৫
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের মেয়াদ আরও দেড় বছর বৃদ্ধি করেছে সরকার। বৃহস্পতিবার তার চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শাহাবুদ্দিন আহমদকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ২০২৩ সালের ২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১ জুলাই পর্যন্ত (এক বছর ছয় মাস) একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে কাজ করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ইংল্যান্ডের বারমিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট ফাইন্যান্সে এমএস করেন। পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।
এম জি