লন্ডনে আটক হলেন অক্ষয় কুমার

প্রকাশ: ২০১৬-০৪-০৭ ১৭:৩৭:১৫


Akshay-Kumaঅবৈধ ভিসা বহনের অভিযোগে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে গেল বুধবার আটক করা হয় বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে। আটকের আড়াই ঘন্টা পর অবশ্য ছেড়েও দেয়া হয় এ তাকে। তবে এ নিয়ে বেশ বিড়ম্বনার মুখে পড়েছেন এই বলিউড স্টার।

জানা গেছ, অক্ষয়ের নতুন ছবি ‘রুস্তম’র কাজ শুরু হবে লন্ডনে। আর সেই শুটিংয়ে অংশ নিতেই বুধবার লন্ডনের উদ্দেশ্যে বিমানে ওঠেন তিনি। তবে বিমান থেকে নেমেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরের বিপত্তি বাধে। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা ভিসা বৈধ নয় বলে তাকে প্রায় আড়াই ঘন্টা এয়ার হোল্ডিং রুমে বসিয়ে রাখে।

পরে অবশ্য সকল তথ্য যাচাই করে ছেড়ে দেওয়া হয় এই এয়ারলিফট তারকাকে।