ব্লক মার্কেটে লেনদেন ১০৯ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২৯ ১৭:১০:০৬
বছরের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৬টি কোম্পানির ১০৯ কোটি ০২ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে আসা সোনালী পেপারের ৩৩ কোটি ১২ লাখ ৭২ হাজার টাকার।দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনেটার শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের ১৩ কোটি ১৪ লাখ ৭৯ হাজার টাকার।
এছাড়া, ব্লক মার্কেটে বিকন ফার্মার ৭ কোটি ৬৯ লাখ টাকার এবং ফরচুন সুজের ৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ৯৮ লাখ টাকার, বেক্সিমকোর ১ কোটি ৪৪ লাখ, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৫৮ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ১ কোটি ৩৮ লাখ, গ্রামীণফোনের ২ কোটি ১২ লাখ, ইন্ট্রাকোর ১ কোটি ০৪ লাখ, নাভানা ফার্মার ১ কোটি ৭৮ লাখ, ওরিয়ন ইনফিউশন ২ কোটি ৭৬ লাখ, সী পার্ল হোটেল ৩ কোটি ০৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস