গেইনারের শীর্ষে ইসলামী ব্যাংক
প্রকাশ: ২০১৬-০৪-০৭ ১৭:৫২:৪৪
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন গেইনারের শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ২৫ টাকা ৫০ পয়সা দরে। এদিন ব্যাংকের ৯ লাখ ৫৭ হাজার ৭২৩টি শেয়ার ৫৮৪ বারে লেনদেন হয়।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি। আজ কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১ টাকা বা ৪ দশমিক ৫৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২৩ টাকা দরে। আজ কোম্পানির ১ হাজার ১০০টি শেয়ার ৩ বারে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেযার দর বেড়েছে ১১ টাকা ৫০ পয়সা বা ১৯ শতাংশ। শেয়ারটি আজ সর্বশেষ ১৩৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে।
এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দেশ গার্মেন্টস, পা্ওয়ার গ্রীড কোম্পানি, হাইডেলবার্গ সিমেন্ট, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এসিআই ফরমুলেশনস, ইউনাইটেড এয়ারওয়েজ ও তিতাস গ্যাস।