ইসলামিক ফাউন্ডেশনসহ ৪ প্রতিষ্ঠানে নতুন ডিজি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২৯ ২০:৫৯:৪৫


ইসলামিক ফাউন্ডেশন, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে (রাজশাহী) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পদে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহা. বশিরুল আলম।

নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মালেকা খায়রুন্নেছা।

অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনওয়ার হোসেনকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের (রাজশাহী) ডিজি করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দেলোয়ার হোসাইনকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহাদত হোসেনকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সাবিনা আলমকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এ. কে. এম. আমিরুল ইসলামকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

এএ