বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে তালাবদ্ধ রাবি উপাচার্য

প্রকাশ: ২০১৬-০৪-০৭ ১৮:৪৬:৪৭


 dr mizanরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে স্থায়ী বহিষ্কার হওয়া তিন নেতার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে ঢাকায় রাবির অতিথি ভবনে উপাচার্যকে তালাবন্ধ রেখে আন্দোলন করেছে রাবি ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মানিক মিয়া এ্যাভিনিউয়ের ইন্দিরা রোডে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় ও ঢাকার একাধিক সূত্রে জানা যায়, রাবি উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বিশেষ কাজে বর্তমানে ঢাকার মানিক মিয়া এ্যাভিনিউয়ের ইন্দিরা রোডের বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনে আছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই অতিথি ভবনের বাইরের গেট তালাবন্ধ করে আন্দোলন শুরু করেন রাবি ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির শতাধিক নেতাকর্মী। উপাচার্যকে তালাবন্ধ রেখে মোমবাতি জ্বালিয়ে আন্দোলন শুরুর প্রায় আধা ঘণ্টা পর শেরে বাংলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে মারধরের ঘটনায় সর্বসম্মতিক্রমে তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঢাকায় অবস্থিত অতিথি ভবনে উপাচার্যকে তালাবদ্ধ রেখে আন্দোলন কোনভাবেই মেনে নেয়া যায় না।

সানবিডি/ঢাকা/এসএস