রং সাইডে চলা ঢাবি বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-৩০ ১১:০৮:৫৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টঙ্গী-গাজীপুর রুটের ‘ক্ষণিকা’ বাসের ধাক্কায় মোহাম্মদ আল-আমিন টুটুল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় টুটুলের মৃত্যু হয়। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে বাসটি টুটুলকে ধাক্কা দেয়।
নিহত টুটুল পাশ্ববর্তী বিজয় সরণির আওলাদ হোসেন মার্কেটে অবস্থিত সিএসএল নামে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
তেজগাঁও থানার ডিউটি অফিসার ও সাব ইন্সপেক্টর হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বাসের চালক বজলুর রহমানকে তেজগাঁও থানা পুলিশ আটক করেছে বলেও জানান হাবিবুর রহমান।
হাবিবুর রহমান বলেন, বাসটির ধাক্কায় ওই ব্যক্তি পায়ে ও মাথায় আঘাত পান। কয়েক হাসপাতাল ঘুরে মালিবাগ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের আত্মীয়রা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও টুটুলের সহকর্মীরা মিলে প্রথমে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন। ঢামেকে আনা হলে কিছু টেস্ট করিয়ে আইসিইউতে রাখতে বলেন চিকিৎসক। কিন্তু ঢামেকে আইসিইউ খালি না থাকায় তাকে মালিবাগের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
তারা আরও বলেন, বাসটি ফার্মগেট থেকে উল্টো পথে বিজয় সরণির দিকে এগোচ্ছিল। চালককে সতর্ক করা হলেও সে কারো কথা আমলে নেয়নি।
এম জি